সিরাজদিখান ইছাপুরা বাজারে স্বর্ণের দোকানে অভিনব চুরি, কর্মচারী আটক

লতা মন্ডল, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা বাজারে একটি স্বর্ণের দোকানে দেয়াল কেটে সংঘটিত হয়েছে বড় ধরনের চুরির ঘটনা। চোরচক্র দোকানের পেছনের দেয়াল ভেঙে ভিতরে প্রবেশ করে নিয়ে যায় ৯ ভরি স্বর্ণ, ২০৫ ভরি রুপা এবং নগদ ৩ লক্ষ ৫০ হাজার টাকা।
ঘটনার পর দোকান মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামে। দোকানে স্থাপিত বাজারে ক্লোজড সার্কিট সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে দোকানের এক কর্মচারী নীরব হাওলাদারকে শনাক্ত করে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
দোকান মালিক পলাশ সূত্রধরের ভাষ্য, গত বৃহস্পতিবার রাতে এই স্বর্ণালংকার চুরি হয়। দোকানের ভেতরে ঢুকে লোহার সিন্দুকে রাখা স্বর্ণালংকার তারা চুরি করে নিয়ে যায়। এর মধ্যে ৯ ভরি দোকানের নিজস্ব স্বর্ণালংকার,২৫০ ভরি রুপা। আর ৮ ভরি বন্ধকী স্বর্ণালংকার। বর্তমানে দেশের বাজারে, প্রতি ভরি সোনার দাম এক লাখ ৮০ হাজার টাকার বেশি।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজারে এ ধরনের চুরির ঘটনা আতঙ্ক সৃষ্টি করেছে। তারা দ্রুত জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। এ বিষয়ে সিরাজদিখান থানা পুলিশ জানায়, আটককৃত কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চুরির সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে। খুব শিগগিরই পুরো চক্রকে আইনের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেছে পুলিশ।

সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আবু বকর বলেন, ইছাপুরা বাবারের মায় জুয়েলার্স । এই দোকান থেকে নগদ টাকা স্বর্ণালংকার চুরি হয়েছে বলে দোকানমালিকের অভিযোগ একজনকে আটক করে শুক্রবারা রাতে থানায় নিয়ে এসেছে । তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করা হবে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। ব্যবসায়ীরা বাজারে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *