এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাইপাস বাগানবাড়ীতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১(শ্রীনগর-সিরাজদিখান) আসনের বিএনপি ঘোষিত এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ।
সাঃ সম্পাদক হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, সাবেক সাঃ সম্পাদক আবুল কালাম কানন, সদস্য বাহারুল ইসলাম বাহার,যুবদলেন আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম পার্থ, রাজু আহম্মেদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহমেদ রনি,সদস্য সচিব এমদাদুল হক রজিন,
শ্রীনগর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম বেপারী, পাটাভোগের সভাপতি সিরাজ তালুকদার,রাঢ়ীখালের সভাপতি শহিদুল ইসলাম কাড়াল, তন্তরে সভাপতি আনোয়ার হোসেন হৃদয় মেম্বার, সাঃ সম্পাদক আরিফুল হক মনু কাজী, পাটাভোগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়াছিন সরদার, সদস্য সচিব শহিদুল ইসলামসহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ
