নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় মেঘুলা বাজারের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা ও মাইক এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (০১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মেঘুলা বাজার পরিচালনা কমিটির নিজস্ব কার্যালয়ে মেঘুলা বাজার ব্যবসায়ীদের আয়োজনে এ উদ্বোধন করা হয়।
এ সময় মেঘুলা বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার সার্কেল সহকারী পুলিশ সুপার রাকিবুল হাসান ইশান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানা অফিসার ইনচার্জ মো. হাসান আলী।
উদ্বোধন অনুষ্ঠানে মেঘুলা বাজারের নিরাপত্তার স্বার্থে, বাজারকে কঠোর ভাবে মনিটরিং করতে ১৬ টি সিসি ক্যামেরা নতুন করে সংযুক্ত এবং ৪ টি মাইকের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘুলা বাজার কমিটির সহ-সভাপতি মো. আব্দুল আজিজ, যুগ্ন সাধারণ সম্পাদক মো. সোলায়মান মির্ধা,কোষাধ্যক্ষ মো. ইউনুস, দপ্তর সম্পাদক মুকসেদ খান, সদস্য মুন্না,কাউছার, মেঘুলা বাজার কমিটির সভাপতি কাজী রুবেল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, সাবেক ছাত্র নেতা মো.মিজানুর রহমানসহ মেঘুলা বাজার ব্যবসায়ীবৃন্দ।
পরে বাজারের পাহাড়াদারের ধার্যকৃত বিল ব্যবসায়ীরা ১ তারিখের মধ্যে পরিশোধ করায় তাদেরকে পুরস্কার প্রদান করা হয়
