নিজস্ব প্রতিবেদক: মাদক সন্ত্রাস চাঁদাবাজি ও সমাজের যেকোনো অন্যায়ের বিরুদ্ধে তরুন প্রজন্মের উদ্যোগ সন্ধ্যাকালীন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার তারুণ্যের সপ্ন আয়োজিত মইতপাড়া মাদরাসা মাঠে।
তারিফ আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মাসুদুর রহমান আদনান,আমির হোসেন নীল,এ আর শিপন,সোহেল বেপারী, রাকিব দেওয়া, আব্দুল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন সাইদ মুসুল্লি, ফিরোজ মেম্বার, রাজু আহমেদ, শাওন আহমেদ, হৃদয় খান, সম্রাট আকন, শিহাব খান, সজল খান, মৃদুল আহমেদ, সজিব খন্দকার, সাজ্জাদ, জুবায়ের নিঝুম, ফজলে রাব্বি, নুরুজ্জামান, আবু সুফিয়ান, রেজুয়ান, সুজান, শাহ আলম, সাইফুল্লাহ, জেমসসহ আরও অনেকে।
সোহেল বেপারীর বক্তব্যে বলেন তরুন প্রজন্মের কাজ হবে সবাই কে সচেতন করা এবং তাদের জাগ্রত করতে হবে তাদের অধিকার বিষয়। এভাবে সমাজ এক সময় পরিবর্তন হয়ে যাবে। সমাজকে পরিবর্তন করতে হলে পড়াশোনা বিকল্প নেই। এবং মাদক থেকে তরুণ প্রজন্ম কে রক্ষা করতে বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রমে তাদের সংযুক্ত করতে হবে।
মাসুদুর রহমান আদনান সমাপনী বক্তব্যে বলেন নতুন বাংলাদেশ আর কোনো নোংরা রাজনৈতি হতে দিব না।সমাজে যে কালো হাত অন্যায়,অত্যাচার,ফ্যাসিবাদ পূর্নবাসনে কাজ করবে সেই কালো হাত তরুণ প্রজন্ম ভেঙে দিবে।দোহারের তারুণ্য ঐক্যবদ্ধ হচ্ছে মুকসুদপুর থেকে নয়াবাড়ি পর্যন্ত প্রত্যেকটি জায়গা সচেতন ইউনিটি তৈরি করা হবে তারা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়বে। ইনশা আল্লাহ এই লড়াইয়ে সহযোদ্ধার কাতারে আপনাদের পাবো বলে এই বিশ্বাস আমরা করি
